ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই: ফয়জুল করীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই: ফয়জুল করীম

মাদারীপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। ৯৩ ভাগ মুসলমানের দেশে ইসলামী হুকমত চাই।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে মাদারীপুর জেলার শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যাদের আপনি বর্তমান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, তারা মাটি ও মানুষের চিন্তা লালন করেন না। তারা ভিনদেশিদের চিন্তা লালন করেন। বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করা না হলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো। তবে আমরা এটা করতে চাই না।

তিনি আরও বলেন, আমরা চাই সংস্কারের মাধ্যমে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন। যেখানে ব্যক্তি নয়, মার্কাকে ভোট দেবেন। এতে করে নমিনেশন বাণিজ্য থাকবে না, কেউ পেশী শক্তি ব্যবহার করতে পারবে না। কারো মধ্যে কাঁদা ছুড়াছুড়ি থাকবে না।

তিনি বলেন, ভারতের রাজ্য সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল। তবে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকতে পারে, দরিদ্র থাকতে পারে কিন্তু কারো গোলামি করতে পারে না। বাংলাদেশের মানুষ কোনোদিন গোলামি করবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই আরও বলেন, বার বার দেশের পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি। কিন্তু নীতির পরিবর্তন দেখিনি। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশের মাত্র ৪ পরিবার ২ হাজার কোটি টাকা পাচার করেছে। একেক পরিবার ৫০ হাজার কোটি করে পেয়েছে। ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা ২ হাজার কোটি টাকা পাচার করেছে। শেখ হাসিনার পিয়ন ৪শ কোটি টাকার মালিক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হযরত মাও. আকরাম হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুল হক মল্লিক, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মো. কাজী ইসলামসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।