সিলেট: রেলের টিকিট কালোবাজারি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস)। মানুষ কীভাবে টিকিট সহজে পেতে পারেন, তার নিশ্চয়তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন তারা।
এ ইস্যুতে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টাসহ চার উপদেষ্টার বরাবরে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে সংগঠনটি।
শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিভাগ যুব ও প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৫ নভেম্বর) সিলেটে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ২৮তম সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, কাউন্টারে সাত দিন পরের টিকিট করতে গিয়ে শোনা যায় টিকিট নেই। কিন্তু পাশে দাঁড়িয়ে মাস্ক পরা ব্যক্তি জিজ্ঞাসা করেন, কোথায় যাবেন? কত তারিখের টিকিট লাগবে? ওই ব্যক্তি ঠিকই নির্দিষ্ট তারিখে টিকিট সংগ্রহ করে দেয়। প্রতি টিকিটের বিনিময়ে ৩০০ থেকে ৪০০ টাকা বাড়তি গুনতে হয়। সবচেয়ে দুঃখের বিষয় কাউন্টারের কম্পিউটারের স্ক্রিনে কোনো টিকিট দেখাচ্ছে না। অথচ কাউন্টারের বাইরে কালোবাজারিদের কাছে টিকিটের অভাব নেই।
বক্তারা আরও বলেন, রেলের টিকিট কাউন্টারের কর্মকর্তারা ও কালোবাজারিদের যোগসাজশে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। যে কারণে সাধারণ যাত্রীরা কালোবাজারিদের কাছ থেকে চড়ামূল্যে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন। কালোবাজারিদের হাত থেকে ট্রেনের টিকিট বিক্রয় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান বক্তারা।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের আলোকে আগামী ২৯ নভেম্বর সন্ধ্যায় সংস্থার সিলেট কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব দিবস-২০২৪ পরবর্তী পর্যালোচনার তারিখ নির্ধারণ করা হয়।
পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও যুব কল্যাণ সংস্থা বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিকস'র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি মুখতার আহমেদ তালুকদার, ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক পিযুষ মোদক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, প্রচার সম্পাদক মো. সুহেল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাব, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু ও সচেতন নাগরিকদের মধ্য থেকে মো. বজলুর রশীদ প্রমুখ।
সভা থেকে কাউন্টার ও কালোবাজারিদের হাত থেকে রক্ষা পেতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সময় সমাজ সচেতন সর্বস্তরের নাগরিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এনইউ/আরআইএস