ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানববন্ধনে ক্ষমা চেয়ে ফের মাদক বিক্রি, এবার গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
মানববন্ধনে ক্ষমা চেয়ে ফের মাদক বিক্রি, এবার গ্রেপ্তার

চাঁদপুর: মানববন্ধনে উপস্থিত হয়ে মাদক কারবারে জড়িত থাকার দায়ে ক্ষমা চেয়েছিলেন খোরশেদ আলম (৪২) নামের চিহ্নিত এক মাদককারবারি। এ পথ থেকে ফিরতে এলাকাবাসীর সহায়তাও চান সে সময়।

কিন্তু ফের মাদক কেনাবেচায় জড়িয়ে পড়ায় এবার সেই খোরশেদকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।  

শনিবার (১৬ নভেম্বর) রাতে সেনাবাহিনী ও চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাহরাস্তি পৌরসভার বটতলা এলাকা থেকে খোরশেদকে গ্রেপ্তার করে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তার খোরশেদের বিরুদ্ধে ২১ ও তার স্ত্রী রাবেয়া আক্তারের বিরুদ্ধে ৮ মাদক মামলা আদালতে বিচারাধীন। খোরশেদ ও রাবেয়া বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন মাদক কারবারে জড়িত।

ওসি জানান, গত ১ নভেম্বর রাত ৮ টায় খোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থের প্রলোভন দেখিয়ে শিশুদের দিয়ে মাদক পরিবহনের অভিযোগ করেন এলাকাবাসী। যার প্রতিবাদে তারা স্থানীয় বটতলায় একটি মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে খোরশেদ নিজেই হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে এলাকাবাসীর সহযোগিতা চান এবং ওই দম্পতি ভবিষ্যতে এ কারবারে আর যুক্ত হবে না মর্মে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে এলাকাবাসীর কাছে অঙ্গীকার করেন। এ ঘটনার পর পুনরায় মাদক কারবারের সঙ্গে যুক্ত হওয়ায় গ্রেপ্তার হন তিনি।

আগের নিউজ লিংক>> ‘কিছু হলেই পুলিশ ধরে নিয়ে যায়, এ পথ থেকে ফিরে আসতে চাই’ 

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।