ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ম্যানহোল পরিষ্কারের সময় অসুস্থ হয়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।



যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বিন মোজাম্মেল হক জানান, ভোরে কাজলা এলাকায় ম্যানহোল পরিষ্কার করছিলেন কয়েকজন যুবক। এ সময় ম্যানহোলের ভেতরে অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মৃত অবস্থায় উদ্ধার করে ওই যুবককে।

তিনি আরও জানান, পুলিশের ধারণা, ম্যানহোলের ভেতরে গ্যাসে অসুস্থ হয়ে মারা গেছেন ওই যুবক। তবে ঘটনার পর তার সাথে থাকা কাউকে পাওয়া যায়নি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।