ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিডিআর বিদ্রোহে দীর্ঘ কারাবাসকারীদের মুক্ত করে দেওয়ার পরামর্শ মাহবুব উল্লাহর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
বিডিআর বিদ্রোহে দীর্ঘ কারাবাসকারীদের মুক্ত করে দেওয়ার পরামর্শ মাহবুব উল্লাহর

ঢাকা: বিডিআর বিদ্রোহের কারণে যারা দীর্ঘ কারাবাস করেছেন তাদের মুক্ত করে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘৬৪ জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর-২০০৯’ এর ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

 

‘পিলখানায় সংঘটিত পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে শহীদ সেনা পরিবারের সদস্যদের পুনর্বাসনসহ প্রহসনের বিচারে অভিযুক্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল এবং জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে’ এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ড. মাহবুব উল্লাহ বলেন, বিডিআর বিদ্রোহের পর শত শত বিডিআর সদস্যদের আটক করা হয়েছে। কিন্তু যারা আসল ষড়যন্ত্রকারী তারা বাইরে রয়ে গেছে। আসল ষড়যন্ত্রকারীদের না ধরে নিরীহ সৈনিকদের যারা হয়তো অনেকে ভুল পথে পরিচালিত হয়েছে, আবার অনেকে হয়তো নির্দোষ তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাই, সত্যিকারের ষড়যন্ত্রকারী যারা তাদের যেন বিচারের আওতায় আনা হয়। এর পাশাপাশি আমি বলবো, ঘটনা ঘটেছে ২০০৯ সালে। এর মধ্যে ১৫ বছর হয়ে গেছে। বিচারাধীন অবস্থায় জেলখানায় অনেকের মৃত্যু হয়েছে, আর কেউ কেউ হয়তো ছাড়া পেয়েছেন সাজা মওকুফ করার পর। এখনও ৮০০ এর অধিক সৈনিক জেলে আটক আছে। আমার মনে হয় একজন মানুষ হিসেবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ঘটনাটা দেখলে এর সমাধান খুব একটা কঠিন না।

তিনি আরও বলেন, এ যে যারা ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত কারাগারে আছেন, তারা যদি দোষী হয়ে থাকেন তাদের শাস্তি ভোগ করা হয়ে গেছে। আর যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তো তাদের প্রতি চরম অন্যায় করা হয়েছে। তাদের সন্তানদের প্রতি অন্যায় করা হয়েছে, তাদের পরিবারের প্রতি অন্যায় করা হয়েছে। তাই আমার পরামর্শ হচ্ছে, যারা দীর্ঘ কারাবাস করেছেন তাদের মুক্ত করে দেওয়া হোক। এজন্য আইনেরও সমর্থন আছে। আইন অনুযায়ী সরকার রাষ্ট্র যেকোনো বন্দিকে মুক্ত করে দিতে পারে শর্ত সাপেক্ষে এবং শর্তহীনভাবে।  

এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই ক্ষতিগ্রস্ত বিডিআর সৈনিক যারা আছে তাদের দিকটা যেন দেখে এবং তাদের পরিবারের কষ্টের দিকটা যেন উপলব্ধি করেন। সেই অনুযায়ী মানবিকভাবে সিদ্ধান্ত নেন। এত বছর পর তাদের প্রতি যদি একটু দয়া-মায়া দেখান তাতে মানুষ অসন্তুষ্ট হবে না বরং সন্তুষ্টই হবে।

চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মেজর ইমরান, কর্নেল (অব.) আব্দুল হকসহ আরও অনেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।