ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুরিয়ার সার্ভিস থেকে চুরি করা টাকা মাটির নিচে লুকিয়ে রেখেছিল কর্মচারী

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
কুরিয়ার সার্ভিস থেকে চুরি করা টাকা মাটির নিচে লুকিয়ে রেখেছিল কর্মচারী

ঢাকা: রাজধানীর মতিঝিলে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসে টাকা চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির একজন কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তার নাম মো. শওকত আলী (৩৫)।

তার কাছ থেকে চোরাইকৃত ১৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মতিঝিল থানার বরাত দিয়ে তিনি জানান, গত ১৮ নভেম্বর রাজধানীর ফকিরাপুল এলাকার মেনস ক্লাবের ২য় তলায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে প্রতিষ্ঠানটির কর্মচারী শওকত আলী ২০ লাখ ৫০ হাজার ৮৯৫ টাকা চুরি করে পালিয়ে যায়। পরের দিন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ইনচার্জ বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন।

তিনি আরও জানান, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে চোরকে শনাক্ত করা হয়। এরপর লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শওকত আলীর দেওয়া তথ্য অনুসারে কালীগঞ্জ থানা এলাকায় অবস্থিত তার বোনের বাড়িতে মাটির নিচে লুকানো অবস্থায় চোরাইকৃত মোট ১৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত আলী চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪ 
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।