ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লন্ডনে প্রেস মিনিস্টার আকবর হোসেন, নয়াদিল্লিতে ফয়সাল 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
লন্ডনে প্রেস মিনিস্টার আকবর হোসেন, নয়াদিল্লিতে ফয়সাল 

ঢাকা: যুক্তরাজ্যের লন্ডন এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে দুই সাংবাদিককে প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে সরকার।

লন্ডনে নিয়োগ পেয়েছেন বিবিসির ঢাকা ব্যুরোর সাংবাদিক আকবর হোসেন মজুমদার এবং নয়াদিল্লিতে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ।

তারা দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) তাদের ওই পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

 বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।