ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে হ্যান্ডকাফ উদ্ধার, অপরাধীকে আটক করতে পারেনি পুলিশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
ভৈরবে হ্যান্ডকাফ উদ্ধার, অপরাধীকে আটক করতে পারেনি পুলিশ 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ঘটনার দুদিন পর পুলিশের হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। তবে অপরাধীকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) দিনগত রাতে উপজেলা সদরের পঞ্চবটি এলাকা থেকে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়।  

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৪ নভেম্বর) দিনগত রাত ৯টার দিকে উপজেলা সদরের নিউটাউন এলাকায় ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ফাঁড়ির হাবিলদার মো. সাইফুল ইসলাম পুলিশ কনেস্টবলসহ ঘটনাস্থলে যায়। এসময় দুজন ছিনতাইকারীকে আটক করে তাদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেন। তখন লোকজনের ভিড়ে ছিনতাইকারীরা হ্যান্ডকাফসহ পালিয়ে যান।  

ঘটনার দুদিন পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ নভেম্বর) দিনগত রাতে উপজেলা সদরের পঞ্চবটি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় অপরাধীরা রাস্তায় হ্যান্ডকাফ ফেলে দেয়াল টপকে পালিয়ে যান। পরে সেখান থেকে হ্যান্ডকাফটি উদ্ধার করে পুলিশ।

এ প্রসঙ্গে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।