ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুলের ইন্সট্রাক্টর পদের ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুলের ইন্সট্রাক্টর পদের ফল প্রকাশ

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক)/ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশন মঙ্গলবার দশম গ্রেডের এই দুই পরীক্ষায় ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ১৪৯ জনকে সুপারিশ করে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদে নিয়োগের জন্য ২০২১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

লিখিত পরীক্ষার ফলাফল শেষে তিন ধাপে ভাইবা নেওয়া হয়। কিন্তু পরে আইন মন্ত্রণালয় থেকে আপত্তি জানানো হলে নিয়োগ আটকে যায়। মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় প্রায় তিন হাজার প্রার্থী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিলেন।

মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।