ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘নাইট ওয়াচ টিম’ গঠন করে সতর্ক থাকার আহ্বান: হাসনাত আবদুল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
‘নাইট ওয়াচ টিম’ গঠন করে সতর্ক থাকার আহ্বান: হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ

ঢাকা: পাড়ায়-মহল্লায় নিজ নিজ উদ্যোগে ‘নাইট ওয়াচ টিম’ গঠন করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সামাজিক যোগযোগমাধ্যমে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে থেকে তিনি এ আহ্বান জানান।

 

পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণের সমর্থকদের বর্বরোচিত হামলায় শহীদ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে যেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতকদের আইনের আওতায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, আমরা সবাই অবগত আছি, একটি কুচক্রী মহল দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে প্রতিনিয়তই নানান রাষ্ট্রদ্রোহ চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করে চলেছে। এমতাবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এহেন দুষ্কৃতকারীদের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জুলাই গণঅভ্যুত্থানের সব অংশীজনকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছে।

একইসাথে শহরের অলি-গলি থেকে শুরু করে পাড়ায়-মহল্লায় নিজ নিজ উদ্যোগে ‘নাইট ওয়াচ টিম’ গঠন করে আজ রাতে সতর্ক অবস্থান নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। দেশের অস্থিতিশীল অবস্থাকে পুঁজি করে কেউ যেন আমাদের সংখ্যালঘু ভাই-বোনদের ওপরে নাশকতামূলক হামলা করতে না পারে— এ ব্যাপারে দেশের সর্বসাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি।

জুলাই গণঅভ্যুত্থান রক্ষায় এবং আমাদের দেশের সার্বভৌমত্ব ও দেশের সর্বসাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বদা সোচ্চার থাকব। ইনকিলাব জিন্দাবাদ।

এর আগে এক পোস্টে তিনি লেখেন, সারা দেশের সব সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেবো না। ৫ আগস্টের পর থেকেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করেই যাচ্ছে। দয়া করে নিজেরা নিজেরা কোন্দলে জড়িয়ে কুচক্রী এই মহলের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিয়েন না।

ফেসবুক পোস্টে তিনি বলেন, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। কোন নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আপনারা শান্ত থাকুন, সতর্ক থাকুন, ধৈর্য ধরুন।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।