ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানী যাত্রাবাড়ীতে একটি মাইক্রোবাস তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজারের মহেশখালীর সোনারপাড়া গ্রামের মো. আবুল কালাম (৪১) ও কক্সবাজার সদরের কক্সবাজার পৌরসভার হাসান কলোনির শফিকুল ইসলাম (৩৯)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় যাত্রাবাড়ী টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক রাহুল।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে যাত্রাবাড়ী টোল প্লাজা এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি বিশেষ টিম। বিকেল ৩টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে একটি নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। তখন মাইক্রোবাসের একটি অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় গাড়িচালক মো. আবুল কালাম এবং ইয়াবার মালিক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

শামীম আহম্মেদ আরও জানান, গ্রেপ্তাররা একটি মাদক সিন্ডিকেটের সদস্য। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে বিক্রি করতো।

গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।