ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উল্টো পথে প্রাইভেট কার, গতিরোধ করায় দুই শিক্ষার্থীকে মারধর 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
উল্টো পথে প্রাইভেট কার, গতিরোধ করায় দুই শিক্ষার্থীকে মারধর 

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় সড়কের উল্টো পথে চলার সময়  প্রাইভেটকারের গতিরোধ করায় দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯ টার দিকে বাইপাইল আবদুল্লাহপুর সড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে দশটার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। যা রাত ১২ টা পর্যন্ত চলেছে।  

প্রাথমিকভাবে অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে তারা ভিআইপি পরিচয় দিয়ে পুলিশ প্রশাসন তাদের হাতে বলে দাবি করেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।  

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে রাতে আশুলিয়ার সব সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে কয়েকজন শিক্ষার্থী সড়কে নেমে যানজট নিরসনে কাজ শুরু করেন।  

একটি প্রাইভেট কার উল্টো পথে আসতে দেখে গতিরোধ করেন শিক্ষার্থীরা।  

এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের ভিআইপি দাবি করে সড়ক ছেড়ে দিতে বলেন। শিক্ষার্থীরা সঠিক পথে যেতে বললে গাড়ি থেকে নেমে তাদের মারধর করেন তারা। এতে দুই শিক্ষার্থী আহত হন।  

খবর পেয়ে ঘটনাস্থলে এলেও গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।  

বাংলাদেশ সময়: ১০২৮ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।