ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে আইনজীবী আলিফের গায়েবানা জানাজা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
সিলেটে আইনজীবী আলিফের গায়েবানা জানাজা

সিলেট: চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফের (৩৫) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) আছরের নামাজের পর সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ জানাজা হয়।

এতে ছাত্রদের মধ্যে নুরুল ইসলাম ইমামতি করেন।  

জানাজা শেষে শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিলেটের জিন্দাবাজার পয়েন্ট ঘুরে আবারো শহিদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক আবু সাঈদ, দিলোয়ার হোসেন, আখতার হোসেন, মো. নাসিম আহমদ। উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যাপক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত। এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফ নিহত হন। বুধবার চট্টগ্রামে তার নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।