ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ছুরিকাঘাতে বোন নিহত, ভাই আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
খিলগাঁওয়ে ছুরিকাঘাতে বোন নিহত, ভাই আটক 

ঢাকা: রাজধানীর খিলগাঁও নবীনবাগ এলাকায় রুমি আক্তার (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় নিহতের মাদকাসক্ত বড় ভাই আব্দুস সালামকে (৪৩) আটক করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলের দিকে খিলগাঁও নবীনবাগ গার্মেন্টস গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে মুমূর্ষু অবস্থায় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুমি খিলগাঁও নবীনবাগ এলাকায় স্বামী জহিরকে ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে থাকতো। তার বাবার নাম মৃত আবুল হাশেম।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাই তার বোনকে ধারাল অস্ত্র দিয়ে পেটে আঘাত করলে গুরুতর জখম হয় রুমি। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। এ ঘটনায় নিহতের আরেক ভাই বাবুল নামে একজন আহত হয়েছেন। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাদকাসক্ত নিহতের অপর বড় ভাই আব্দুস সালামকে আটক করা হয়েছে। বিস্তারিত ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

তিন ছেলের জননী রুমি। ২-৩ বছর আগে তার স্বামী জহির অন্য একটি বিয়ে তাদের ছেড়ে চলে যায়। এরপর থেকে ৩ ছেলেকে নিয়ে নবীনবাগে বাবার বাসায় থাকতো।

ঘাতক সালামের স্ত্রী জুলেখা আক্তার জানান, তার স্বামী সালাম আগে অটোরিকশা চালালেও বর্তমানে বেকার। কোনো কাজই করে না সে। এছাড়া নিয়মিত মাদকসেবন করেন। এ নিয়েই প্রতিদিনই স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া হচ্ছিল। দুই সপ্তাহ আগে এসব বিষয় নিয়ে সালাম স্ত্রী জুলেখাকে প্রচণ্ড মারধর করে। তখন পারিবার সালিশে বিষয়টি মীমাংসা করে এবং সালাম আর নেশা করবে না প্রতিজ্ঞা করে।

তিনি জানান, এরপরও সে কোনো কাজ করে না। দুইদিন ধরে তাদের বাসায় কোনো বাজার নেই। এ নিয়ে আজ বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং ছেলে মেয়েকে নিয়ে জুলেখা বাবার বাড়িতে চলে যাবে বলে জানায়। তখন সালাম ক্ষিপ্ত হয়ে ঝগড়া শুরু করে। বড় ভাই বাবুলকে বলে তার স্ত্রীকে আটকাতে। তখন বড় ভাই বাবুলও তার বিরোধিতা করে এবং বলেন, নেশা করা না ছাড়লে স্ত্রী চলে যাবেই। এ কথা বলাতে ঘর থেকে ধারাল ছুরি এনে বড় ভাই বাবুলকে আঘাত করে সালাম। এটি দেখে ফেরাতে যায় ছোট বোন রুমি। তখন রুমির পিঠেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে আহত অবস্থায় রুমি ও বাবুলকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আহত মো. বাবুল জানান, তার কাছে সালাম এসে বলে তার স্ত্রীকে আটকাতে। সে যেন বাবার বাড়িতে চলে না যায়। তার এই কথা না শোনায় তাকে সালামকে প্রথমে আঘাত করে। ফেরাতে গেলে একমাত্র ছোট বোন রুমিকেও আঘাত করেছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।