ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সদরপুরে ১১৪ বস্তা ধানবীজ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
সদরপুরে ১১৪ বস্তা ধানবীজ জব্দ

ফরিদপুর: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নকল সিল ব্যবহার করে ধানবীজ বিক্রয়ের দায়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাসহ ১১৪ বস্তা ধানবীজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন।

অর্থদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের রাজাপুর এলাকার আব্দুল গফফার ও সদরপুর সাড়ে সাতরশি এলাকার বাবুল কুমার সাহা। অভিযানে আব্দুল গফফারকে বস্তায় (বিএডিসির) নকল সিল ব্যবহারের দায়ে ১০ হাজার ও বাবুল কুমারকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ধানবীজ বিক্রয়ের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।  

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের নকল লোগো ব্যবহার ও অধিক মূল্যে ধানবীজ বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাসহ ১১৪ বস্তা ধানবীজ জব্দ করা হয়েছে। পরে নিলামের মাধ্যমে ধানবীজ বিক্রি করে সরকারি রাজস্ব কোষাগারে জমা রাখা হবে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।