ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
হবিগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে লেপ-তোষকে আগুন লেগে দেলোয়ার হোসেন হৃদয় নামে এক ব্যক্তির বসতঘর পুরে ছাই হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তরসাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে হৃদয় তার সর্বস্ব হারিয়েছেন।

স্থানীয়রা জানায়, হৃদয় ও তার পরিবারের সদস্যরা রাতে ওয়াজ মাহফিলে যান। পরে হঠাৎ ঘরে আগুন লাগার খবর পেয়ে তারা ছুটে আসেন। এরপর জরুরি সেবার (৯৯৯) নম্বরে কল দিলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসেনি। পরে স্থানীয় লোকজনের ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে বানিয়াচং উপজেলার সুজাতপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট হলে সেখানে থাকা লেপ ও তোষকে আগুন ধরে যায়। পুরে পুরো বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। হৃদয়ের চৌচালা টিনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনি সর্বস্ব হারিয়েছেন।

এ ব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল নম্বরে কল দেওয়া হলে এক কর্মকর্তা বলেন, ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা তা নিয়ন্ত্রণ করেছেন বিধায় দমকল বাহিনী ঘটনাস্থলে যায়নি।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।