ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় দুজন গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় দুজন গ্রেপ্তার

সাভার (ঢাকা): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।

এর আগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ভোলা জেলা সদরের চর মনসা গ্রামের আব্দুল কাদেরের ছেলে নুরু মিয়া ওরফে নুরু উদ্দিন ওরফে ভাংগারী নুরু (৪৫) ও আশুলিয়ার জামগড়া শিমুলতলার মীরবাড়ীর মৃত শহিদুল্লাহ মীরের ছেলে মো. জামান মীর (৫৫)। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার পরবর্তীতে সংশ্লিষ্ট থানা ও আদালতে হত্যা মামলা দায়ের করেন। এমন মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গতকাল রাতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।