ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে পবিত্র কোরআন শরীফ পড়ার জন্য রেহাল দিল বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
চিরিরবন্দরে পবিত্র কোরআন শরীফ পড়ার জন্য রেহাল দিল বসুন্ধরা শুভসংঘ

ঢাকা: পবিত্র কোরআন শরীফ পড়ার জন্য হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের হাতে রেহাল তুলে দিল বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখা।

শনিবার (৩০ নভেম্বর) সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোস্তফাপুর রাজাপুর ইন্দ্রপুরের তালিমুল কুরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের হাতে রেহাল তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার বন্ধুরা।

তালিমুল কুরআন হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ বলেন, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই সময় আমাদের এখানে উপস্থিত করেছে। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হাফেজ ও এতিম বাচ্চাদের রেহাল দিয়ে সহযোগিতা করায়। আমি তাদের শুভকামনা করি। আমরা সবাই তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের উঁচু সম্মান এবং তাদের সব কাজের মধ্যে সুফল কামনা দান করে।

বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল হাসনাত বলেন, বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে এ মহতী কাজটি করতে পেরে আমরা খুবই খুশি। হাফেজ ও এতিম শিক্ষার্থীরা রেহাল পেয়ে তারা খুবই খুশি।

তিনি বলেন, এছাড়াও সমাজে ভালো কাজগুলো বসুন্ধরা শুভসংঘ সবসময় করে থাকে। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমাদের উপজেলায় করোনার সময় অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, তালবীজ বপন, বৃক্ষরোপণ, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা, কৃষকদের মধ্যে শাক-সবজির বীজ বিতরণসহ সমাজে অনেক ভালো কাজগুলো করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।