সিলেট: সিলেটের কুশিয়ারা নদীতে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর হাফিজ সালমান আহমদ (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসা খেয়াঘাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন সালমান আহমদ।
স্থানীয় সূত্র জানায়, সালমানের বাড়ির পাশ দিয়েই কুশিয়ারা নদী বয়ে গেছে। শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় হাফিজ সালমান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল পুলিশ ও স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার মরদেহ উদ্ধার করতে পারেনি।
নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর ওই স্থান থেকে শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলের অদূরে ভেসে উঠলে এলাকাবাসী সালমানের নিথর দেহটি উদ্ধার করেন।
হাফিজ আব্দুল ফাত্তাহর ঘনিষ্ঠজন জমিয়তে ইসলাম নেতা লুৎফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করা হবে। হাফিজ সালমানের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এনইউ/এএটি