ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হামলা নয়, দুর্ঘটনার কবলে ভারত থেকে আসা বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
হামলা নয়, দুর্ঘটনার কবলে ভারত থেকে আসা বাস

ব্রাহ্মণবাড়িয়া: ভারতের ত্রিপুরা থেকে কলকাতাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় হামলা হয়েছে বলে ত্রিপুরা রাজ্যের একটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে বলা হয়েছে, একটি পণ্যবোঝাই ট্রাক বিশ্বরোডে ইচ্ছাকৃতভাবে বাসটিকে চাপা দেয়।

তবে খোঁজ নিয়ে জানা যায় ভিন্ন ঘটনা।  

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা-আগরতলা-ঢাকা পথে চলাচলকারী শ্যামলী পরিবহনের একটি বাস ওভারটেকজনিত কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালক সামান্য আহত হন। তবে বাসের যাত্রীরা অক্ষত আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসটি বেলা ১১টার দিকে আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বেলার সাড়ে ১২টার দিকে বাসটি ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারা এলাকায় আসার পর একটি ট্রাক ওভারটেক করতে চায়। এ সময় বাসটি ইমার্জেন্সি ব্রেক কষে থামানোর চেষ্টা করেও সড়কের একপাশে সরে পড়ে। এ সময় বাসটি সড়কের পাশে থাকা একটি তিন চাকার ডেলিভারি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান চালক ইব্রাহিম (৩০) সামান্য আহত হন। এ নিয়ে ভ্যান চালক ইব্রাহিম ও শ্যামলী পরিবহনের বাস চালক মো. আসাদুল হকের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে স্থানীয় লোকজন ভ্যানচালক ইব্রাহিমকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

খবর পেয়ে খাঁটি হাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকারের মাধ্যমে ভ্যান গাড়িটিকে উদ্ধার করে। এ সময় শ্যামলী পরিবহনের কর্তৃপক্ষের প্রতিনিধি মেহেদী হাসান ও ডেলিভারি ভ্যান কর্তৃপক্ষের বিষয়টি আলোচনা সাপেক্ষে মীমাংসা করে এবং শ্যামলী বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।  

এদিকে ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি হামলা চালানো হয়েছে উল্লেখ করে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।

বাসের চালক মো. আসাদুল হক বলেন, একটি ট্রাক ওভারটেক করতে গেলে আমি ইমার্জেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যাই। এ সময় পিছনে থাকা একটি তিন চাকার কভার্ডভ্যান ধাক্কা লাগে। এতে ভ্যানটি বাসের পিছনে আটকে যায়। বিষয়টি হাইওয়ে থানা পুলিশকেও অবহিত করা হলে  পুলিশ এসে রেকার দিয়ে ভ্যানটি সরিয়ে নেয়। দুর্ঘটনায় বাসের কোনো ক্ষতি হয়নি কিংবা যাত্রীরাও আঘাতপ্রাপ্ত হননি।  

তিনি আরও বলেন, বাসে থাকা ভারতীয় যাত্রীদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষের কোনো বাক-বিতণ্ডা বা কোনো রকম ঝামেলা হয়নি। ভারতীয় গণমাধ্যমে বাসে হামলার খবর দেখে আমিও অবাক হয়েছি।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, চারলেন সড়কের নির্মাণকাজ চলায় সড়কটির বিভিন্ন অংশ সরু অবস্থায় রয়েছে। সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের  আগরতলা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি দুপুরের দিকে চান্দিয়ারা নামক স্থানে দুর্ঘটনা কবলিত হয়। এতে একটি তিন চাকার ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শ্যামলী পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধি ও ভ্যানচালক কর্তৃপক্ষের লোকজন আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।