ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাসের মালিকসহ দুজনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাসের মালিকসহ দুজনের

গোপালগঞ্জ: গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে একটির মালিকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোকাল বাস মা পরিবহনের মালিক সদর উপজেলার গোপিনাথপুর উত্তরপাড়া গ্রামের ইলিয়াস কাজী (৫৫) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার রামনাথপুর এলাকার হকার শামসুর মোড়ল (৫৬)।

নিহত ইলিয়াস কাজী নিজের লোকাল বাসের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতেন। আর শামসুর মোড়ল শরীফপাড়া এলাকায় থেকে পুরোনো মালামাল কেনাবেচা করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী লোকাল বাস মা পরিবহন গোপিনাথপুর শরীফপাড়ায় যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিল। এসময় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস লোকাল বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে লোকাল বাসটি ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে। এসময় বাইসাইকেলআরোহী শামসুল মোড়ল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন লোকাল বাসটির মালিকসহ অন্তত ১১ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ইলিয়াস কাজীকে মৃত ঘোষণা করেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।