ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
পঞ্চগড়ে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় সামসুল হক (৬৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।  

সোমবার (২ ডিসেম্বর) রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার পৌর এলাকার করতোয়া সেতু সংলগ্ন এশিয়ান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, নিহত সামসুল হক পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচরা এলাকার মৃত কসিম উদ্দীনের ছেলে। তিনি দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জে অবস্থিত কেএসবি নামক একটি ইটের ভাটায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় ভাটার কাজ শেষ করে বাড়ি যাওয়ার জন্য কালীগঞ্জ থেকে ডোমারে উদ্দেশে সাইকেলে করে রওনা দেন সামসুল হক। তিনি করতোয়া সেতু সংলগ্ন এশিয়ান মহাসড়কে পৌঁছালে পঞ্চগড় থেকে যশোরগামী বালুভর্তি একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তার বাম পা পুরোটা থেতলে যায়।  

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রংপুর মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় তার। ঘটনার পর পরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এদিকে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।