ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় কিশোর ক্রিকেটারের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
বরিশালে সড়ক দুর্ঘটনায় কিশোর ক্রিকেটারের মৃত্যু  ওয়াহিদ ওহী

বরিশাল: বরিশাল নগরীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ওয়াহিদ ওহী (১৪) নামে এক কিশোর ক্রিকেটারের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

ওয়াহিদ ওহী বরিশাল নগরীর সাগরদী চান্দু মার্কেট এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী মো. হাসানের ছেলে। সে বরিশাল নগরীর ব্যাপটিস্ট মিশন বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে নগরীর লঞ্চঘাট থেকে সাগরদীর উদ্দেশে পণ্যবাহী একটি ট্রাক যাচ্ছে। ট্রাকটি বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে এলে পাশ দিয়ে সাইকেল নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে এক কিশোর। এ সময় কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সাইকেলের হাতল ট্রাকের পেছনের চাকায় লেগে পড়ে  যায়। পরে ট্রাকে থাকা লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।  

ওসি আরও জানান, ট্রাকের চাকার সঙ্গে ধাক্কায় কিশোর পড়ে গিয়ে মাথায় ও কাঁধে আঘাত পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে তার মৃত্যু হয়েছে।  

কিশোরের সহপাঠী ফাহিম ও জোবায়ের জানায়, তারা বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট প্র্যাকটিস শেষে বের হয়ে বাসার উদ্দেশে রওনা দেয়। পথে একটি বড় ট্রাকের সঙ্গে ওহির সাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ওকে হাসপাতালে নেওয়ার জন্য আকুতি জানালে একজন ট্রাক থেকে নেমে হাসপাতালে নেয়।  

একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় তার মা মাকসুদা বেগম। তবে দুর্ঘটনা নিয়ে স্বজনরা কেউ কোনো অভিযোগ করেননি।  

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।