ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদা দাবি করে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
চাঁদা দাবি করে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে চাঁদা দাবি করে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ইসমাইল (৩৬) নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত ইসমাইলসহ চারজনের নামে ও অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জনের নামে বাদী হয়ে ৬ অক্টোবর খিলগাঁও থানায় একটি চাঁদাবাজির মামলা করেন ব্যবসায়ী ইয়াসিন।

খিলগাঁও থানার বরাত দিয়ে তিনি আরও বলেন, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে গ্রেপ্তারকৃত ইসমাইলসহ এজাহারনামীয় চারজন ও অজ্ঞাতপরিচয় ৩/৪ জন দুষ্কৃতকারী মেরাদিয়া এলাকায় বাদী ইয়াসিনের দোকানে এসে ১ লাখ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ইয়াসিনকে চড়-থাপ্পড় দেয় ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ৫ অক্টোবর রাত আনুমানিক ৯টায় তারা আবারও বাদী ইয়াসিনের দোকানে গিয়ে চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে ব্যবসা পরিচালনা করতে দেবেন না বলে হুমকি দেয়। এ ঘটনায় গত ৬ অক্টোবর বাদী ইয়াসিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি চাঁদাবাজির মামলা হয়।

তিনি আরও জানান, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় আসামি ইসমাইলের অবস্থান শনাক্ত করা হয় এবং অভিযান পরিচালনা করে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।