ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বাবু গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বাবু গ্রেপ্তার

হবিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসানি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাধবপুর উপজেলার আহ্বায়ক আতাউর সামাদ ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে অভিযান চালিয়ে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান গত ১৯ সেপ্টেম্বর ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক বেসামরিক বিমানপরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ মামলার প্রধান আসামি মাহবুব আলী। গ্রেপ্তার ছাত্রলীগ আতাউর রহমান বাবুর নাম আসামি তালিকার ৯ নম্বরে রয়েছে।

তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও চৈতন্যপুর গ্রামের বাসিন্দা আব্দুর রউফের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আন্দোলনে হামলার মামলায় বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) তাকে আদালতে তোলা হবে।

বাদীর অভিযোগ, গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্রজনতার আন্দোলন চলাকালে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা করে। হামলা ও আক্রমণ করা হয় জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর, মাধবপুর উপজেরা পরিষদ ও সড়ক জনপথের ডাকবাংলো এলাকায়।

ডাক বাংলোর ভেতরে থাকা এসি ও ফ্রিজসহ ৮০ লাখ টাকা ও মাধবপুর প্রেসক্লাবের ভেতরে থাকা পাঁচ লাখ টাকার মালামাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া যানবাহনে অগ্নিসংযোগসহ এক কোটি দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলেও মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

এ মামলার আসামি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, এরশাদ আলী, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর ব্যক্তিগত সহকারী মোছাব্বির হোসনে বেলাল, নাহিদ মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, ছাত্রলীগ সভাপতি আতাউস সামাদ বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।