ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৬৬ লাখ টাকার হেরোইনসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
সিরাজগঞ্জে ৬৬ লাখ টাকার হেরোইনসহ নারী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফার ইয়াসমিন (৩৫) নামে নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।  

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।

আটক নিলুফার ইয়াসমিন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে এলাকায় অভিযান চালিয়ে ৬৬০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক নারী নিলুফার দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।