ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ভারতীয় ৬০ বস্তা চিনিসহ দুই যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
সিলেটে ভারতীয় ৬০ বস্তা চিনিসহ দুই যুবক আটক

সিলেট: সিলেট সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুই যুবককে আটক করা হয়েছে।  

শুক্রবার (০৬ ডিসেম্বর) এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এসএমপির এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ির এসআই আব্দুল আজিলের নেতৃত্বে ফোর্স বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিকেলে সিলেট-এয়ারপোর্ট সড়কে লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের ফটকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এ সময় একটি ডিআই পিকআপ ভর্তি চিনির চালানটিসহ দুজনকে আটক করা হয়।

সাইফুল ইসলাম জানান, ৬০ বস্তায় ২ হাজার ৯৪০ কেজি চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৫২ হাজার ৮০০ টাকা।  

চিনির চালানসহ আসামিদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সাইফুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এনইউ/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।