ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এবার দুদকের চেয়ারম্যান হচ্ছেন আবদুল মোমেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এবার দুদকের চেয়ারম্যান হচ্ছেন আবদুল মোমেন

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।

 

আবদুল মোমেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে ছিলেন। পদত্যাগপত্র জমা দিলে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সরকারের হওয়া চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন। আজই (মঙ্গলবার) তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ ডিসেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন।

মোহাম্মদ আবদুল মোমেনের লেখক নাম আন্দালিব রাশদী। কথাসাহিত্যিক, অনুবাদক, গবেষক, কলামিস্ট হিসেবে তিনি পাঠকপ্রিয় ও নন্দিত।  আন্দালিব রাশদী বহুমাত্রিক লেখক। কিশোর সাহিত্যে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

মোহাম্মদ আবদুল মোমেনের জন্ম ঢাকায়। তিনি ঢাকা, ওয়েলস ও লন্ডনে পড়াশোনা করেন। শুরুতে ছিলেন বিজ্ঞানের ছাত্র। পরে আইনে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য মোহাম্মদ আবদুল মোমেন। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে মোহাম্মদ আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ পান। পরে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান।  

 

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।