ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ঘরের তীরের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
বগুড়ায় ঘরের তীরের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় হাওয়া বিবি (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামে এ ঘটনা ঘটে ৷

নিহত হাওয়া বিবি ওই গ্রামের মৃত জামেদ হোসেনের স্ত্রী।

জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন হাওয়া বিবি। তাকে সুস্থ করার জন্য চিকিৎসা চলছিল পরিবারের পক্ষ থেকে। এরপরেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া দেন না তিনি ৷ পরে দুপুরের দিকে ঘরের বাঁশের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয় ৷

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।