ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ৪ দিন ধরে দেখা নেই সূর্যের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
জয়পুরহাটে ৪ দিন ধরে দেখা নেই সূর্যের

জয়পুরহাট: জয়পুরহাটে চারদিন ধরে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা আর হিম বাতাসের কারণে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা।

প্রতিদিনই কমছে দিন ও রাতের তাপমাত্রা।

বুধবার (১১ ডিসেম্বর) সারাদিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে ছিল চারদিক।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে নওগাঁর আবহাওয়া অফিস।

এদিকে, দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। ফলে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।

নওগাঁর বদলগাছী উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলার হিচমী গ্রামের বৃদ্ধ মোজাম্মেল হক বলেন, আমরা গরিব মানুষ। শীতের কাপড় তেমন নেই, শীত নিবারণে খুব কষ্ট হচ্ছে। কেউ গরম কাপড় দিয়ে সহযোগিতা করলে ভালো হতো।

জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, শীতের জন্য এখনো শীতবস্ত্র বরাদ্দ আসেনি। তবে কিছু কিছু জায়গায় শীতবস্ত্র ম্যানেজ করে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।