ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা, মুখে বিজয়ের উচ্ছ্বাস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা, মুখে বিজয়ের উচ্ছ্বাস

বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন।  

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মিনারে উচ্ছ্বসিত জনতার ভিড় দেখা গেছে।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে মাদ্রাসা ছাত্র, নবদম্পতিসহ নানা স্তরের মানুষ আসছেন দলবেঁধে। কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন বিজয় র‍্যালিতে যোগ দিতে।  

সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারে অবস্থান নিয়ে একদল বিভিন্ন স্লোগান দিচ্ছেন। 'তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ' 'দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত', দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা'সহ নানা স্লোগানে সরগরম হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।  

বিজয় দিবস উপলক্ষে অনেকেই পরেছেন লাল-সবুজ রঙের পোশাক। কেউ কেউ গালে একেঁছেন বাংলাদেশের পতাকা। কেউ বেঁধেছেন মাথায়।  

অনেকেই এসেছেন শিশুদের সাথে নিয়ে। তাদের মাথায় ফুল। গালে বাংলাদেশের পতাকা আঁকা। হাসি-আনন্দে উচ্ছ্বসিত সবাই।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে র্যালীটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪

এফএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।