ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমা ইস্যু: সাদ অনুসারীর ১৫ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
বিশ্ব ইজতেমা ইস্যু: সাদ অনুসারীর ১৫ জনের নামে মামলা

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে জোড় ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে মাওলানা সাদ অনুসারীর ১৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাবলিগ জামাতের শুরায়ে নেজাম (জুবায়ের অনুসারী) মোহাম্মদ হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালে ইজতেমায় দুই মুসল্লি নিহতের ঘটনায় মাওলানা সাদ অনুসারীদের অভিযুক্ত করে চলতি মাসের ১২ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুবায়ের অনুসারীরা। এ সময় টঙ্গীর স্টেশন রোড এলাকায় মাওলানা সাদ অনুসারীর লোকজন বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে জুবায়ের অনুসারীর একজনকে হত্যার উদ্দেশে ধাক্কা দেয় ও আঘাত করে। এ ঘটনায় মাওলানা সাদ অনুসারীর শীর্ষস্থানীয় মুরুব্বিসহ ১৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর টঙ্গীর স্টেশন রোড এলাকায় মাওলানা জুবায়ের অনুসারীদের হামলায় মাওলানা সাদ অনুসারীর পাঁচজন আহত হন। এ ঘটনায় মাওলানা আসাদ অনুসারীরা মাওলানা জুবায়ের অনুসারীর ৩৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আরও অজ্ঞাতনামা আসামি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ১৬ ডিসেম্বর ২০২৪
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।