টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনার জের এসে পড়ল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, টঙ্গীর সংঘর্ষের ঘটনায় ভোর থেকে হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসে।
বুধবার (১৮ ডিসেম্বর) পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, টঙ্গীর ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত একজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এই ঘটনায় ৩৫ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে এদের মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে দুই গ্রুপের মধ্যে উত্তেনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে নিরাপত্তা জোরদার করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের (এসআই) মাসুদ আলম জানান, টঙ্গী সংঘর্ষের ঘটনায় অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাবলিগ জামাতের মুসল্লিরা হাসপাতালে ভিড় করছে। শাহবাগ থানা পুলিশ, ঢাকা মেডিকেল আনসার সদস্যরা সবাই মিলে হাসপাতালে নিরাপত্তার জন্য কাজ করছে।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এজেডএস/এমএম