গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠের দখল নিয়ে সংঘর্ষের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুবায়েরপন্থি অনুসারীরা।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এ অবরোধ তৈরি করেন জুবায়েরপন্থি।
এর আগে মঙ্গলবার গভীররাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
এদিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা সংঘর্ষের ঘটনার জের এসে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, টঙ্গীর সংঘর্ষের ঘটনায় ভোর থেকে হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসে। এ সময় হাসপাতালের ভিতরে ও চত্বরে দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা যায়।
ঢামেকে মাওলানা জুবায়েরের অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের বিরুদ্ধে।
বুধবার (১৮ ডিসেম্বর) পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, টঙ্গীর ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত একজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় ৩৫ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে এদের মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে।
হাসপাতলের ভিতরে ও সামনে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়ন করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমএম