ঢাকা: সাবেক সংসদ সদস্য (এমপি) ইলিয়াস উদ্দিন মোল্লার ৭০০ একর খাস জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে মিরপুরে ৭০০ একর সরকারি খাস জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, গত ১০ অক্টোবর ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে বর্ণিত এসব অভিযোগ কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসএমএকে/জেএইচ