ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হজযাত্রী সমন্বয়-লিড এজেন্সি নির্ধারণে সময় বেঁধে দিল মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
হজযাত্রী সমন্বয়-লিড এজেন্সি নির্ধারণে সময় বেঁধে দিল মন্ত্রণালয়

ঢাকা: হজযাত্রী সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোয়াজ্জেম নির্বাচনের সময় বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।  

আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে এ সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

২০২৫ সালে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সৌদি সরকার ২০২৫ সালের হজে অন্যান্য দেশের এজেন্সি প্রতি হাজির কোটা দুই হাজার জন নির্ধারণ করেছে। তবে বাংলাদেশের অনুরোধে এদেশের এজেন্সি প্রতি হাজির সংখ্যা সর্বনিম্ন এক হাজার জন নির্ধারণ করেছে। এ পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের অনুমোদিত হজ এজেন্সিসমূহের মধ্যে যে সকল হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা এক হাজারের চেয়ে কম সে সকল এজেন্সির হজযাত্রী স্থানান্তর ও সমন্বয়পূর্বক লিড এজেন্সি নির্ধারণ করা প্রয়োজন। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (সংশোধিত) এর ২৬ বিধি অনুযায়ী পারস্পরিক সম্মতির ভিত্তিতে লিড এজেন্সি নির্ণয় করে সমন্বয়কারী এজেন্সিসমূহের হজযাত্রীদের ই-হজ সিস্টেমে লিড এজেন্সিতে স্থানান্তর করার বিধান রয়েছে। এছাড়া ২০২৫ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনের অনুচ্ছেদ ৯(১২) এ বিষয়ে নির্দেশনা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সমন্বয় কার্যক্রম শেষ হলে সমন্বয়কারী এজেন্সি হতে লিড এজেন্সির ব্যাংক হিসাবে হজযাত্রীর বিমান ভাড়া বাবদ অর্থ পাঠাবে এবং লিড এজেন্সি তার ব্যবস্থাপনাধীন সকল হজযাত্রীর বিমান টিকিটের অর্থ এয়ালাইন্সের বরাবর পে-অর্ডার ইস্যু নিশ্চিত করবে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।