রাজবাড়ী: রাজবাড়ীতে একটি চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ করেই ধোঁয়া উঠেছে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা ৫২ মিনিটে সদর উপজেলার পাঁচুরিয়া রেল স্টেশনে ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) মো. আবু নাঈম জানান, ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫২ মিনিটে পাঁচুরিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে যাত্রাবিরতি দেয়। স্টেশনে ঢোকার সময়ই হঠাৎ করে তিনি ও চালক ইঞ্জিনে আগুনের ধোঁয়া দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা ট্রেন থেকে নেমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। পরে ১০টা ২ মিনিটে ট্রেনটি পাঁচুরিয়া রেলওয়ে স্টেশন থেকে রাজবাড়ী স্টেশনের উদ্দেশে রওনা দেয়। তবে ইঞ্জিনের ত্রুটির কারণে মাঝপথে থেমে থেমে ১০টা ৪০ মিনিটে ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়।
রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (লোকো ইনচার্জ) মো. হুমায়ুন কবীর বলেন, ইঞ্জিনের ট্র্যাকশন মোটরে বৈদ্যুতিক ত্রুটির কারণে ধোঁয়ার সূত্রপাত হয়। রাজবাড়ী স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করে দেওয়া হয়। পরে দুপুর ১২টার দিকে ট্রেনটি ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ নামে রাজবাড়ী স্টেশন থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়।
ধোঁয়া ওঠা ইঞ্জিনটিও পরে মেরামত করা হয়েছে বলে জানান হুমায়ুন কবীর।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ধোঁয়া ওঠা ইঞ্জিনের বয়স প্রায় ৫৬ বছর। মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনটি সার্ভিসিং করে চালানো হচ্ছে। যে কারণে বিভিন্ন সময় ইঞ্জিনের ত্রুটি দেখা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসআরএস