ঢাকা: সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের একটি পোস্টে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট চেক ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, ‘এক্স-এর এই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা’।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না।
টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের ওই পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এমইউএম/এমজেএফ