ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে চারদিন পর উঁকি দিল সূর্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
নীলফামারীতে চারদিন পর উঁকি দিল সূর্য গাছের পাতার ফাঁকে সূর্যের উঁকি

নীলফামারী: চারদিন পর ঘন কুয়াশা কেটে নীলফামারীতে সূর্য উঁকি দিয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে সূর্য মামার দেখা মেলায় খুশি শীতার্ত মানুষ।

বৃহস্পতিবার বিকেলে অবশ্য ক্ষণিকের জন্য সূর্য উঁকি দিয়েছিল।  

গত চারদিন ধরে সূর্যের দেখা নেই গোটা নীলফামারী জেলায়।  জবুথবু মানুষ দিন ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। কর্মজীবী মানুষ কাজের জন্য বাইরে খুব একটা বের হয়নি। তীব্র শীত যেন শরীরে হুল ফোটাতে থাকে। ঘন কুয়াশা ও ঝিরিঝিরি শিশির বিন্দু পড়ায় নীলফামারীতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে বিভিন্ন যানবাহন।  

এ কয়দিন সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামাতেও ব্যাহত হয়েছে। কাজের সন্ধানে বের হয়েও শ্রমজীবী/নিম্নআয়ের মানুষের কাজ জোটেনি। এমনকি, গরম কাপড়ের অভাবে খুবই কষ্টে দিন অতিবাহিত করেছেন ছিন্নমূল ও দরিদ্র মানুষরা।    

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।