ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, শুনে বাবার মৃত্যু 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, শুনে বাবার মৃত্যু  প্রতীকী ছবি

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরীকে (১৭) অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। খবরটি শুনে তার বাবা মারা গেছেন।

এ বিষয়ে মামলা পর অভিযুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।

বুধবার (৮ জানুয়ারি) এ প্রসঙ্গে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইনউদ্দিন বাংলানিউজকে বলেন, কিশোরীকে (১৭) অপহরণের পর ধর্ষণের ঘটনায় দুই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় তাকে প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তাকে তিনদিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে তিন লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় ওই কিশোরী গাড়ি থেকে কৌশলে পালিয়ে এক স্থানে আশ্রয় নেয়। খবর দিলে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে কিশোরী মেয়েকে অপহরণের পর ধর্ষণের কথা শুনে ঘটনার একদিন পর ১ জানুয়ারি রাত ৯টার দিকে তার বাবা (৬২) হার্ট অ্যাটাকে মারা যান। এ বিষয়ে ওই তরুণীর মামা বলেন, ‘মেয়েকে অপহরণের কথা শুনে তার বাবা মারা যান। পরিবারটি এমন দুটি ঘটনায় এলোমেলো হয়ে আছে। আমরা এর সঠিক বিচার দাবি করছি। ’

তিনি আরও বলেন, ‘আমরা কেন মামলা করলাম, এজন্য আমাদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। ’

ওসি জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫                                 
বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।