ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের পুরোটাই ছিল একতার অনুভূতি। সব সময়ই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার (জানুয়ারি ১৬) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে এ কথা বলেন তিনি।
জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সবার সঙ্গে দেখা হলে বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে, মানে সাহস পাই। কারণটা পরিষ্কার, কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে।
তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে এ সরকার গঠিত হয়েছে সবার সঙ্গে দেখা হলে পুনরুজ্জীবন পায়, প্রাণসঞ্চার হয়। মাঝখানে শিক্ষার্থীরা এলো। তারা জানিয়েছে, ঘোষণাপত্র দিতে চায়। সেখানে আমাকেও থাকতে হবে। ৫ আগস্টের পুরোটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই যে তুমি অমুক, তুমি অমুক। তোমরা যদি করতে চাও, সবাইকে নিয়ে করতে হবে। এটা না করলে এটা ঠিক হবে না।
অধ্যাপক ইউনূস বলেন, যে একতা দিয়ে তোমরা ৫ আগস্ট সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে। তারা খুশি হয় নাই আমার কথায়। কিন্তু ক্রমে তারা বুঝলো যে ৫ আগস্ট যদি রিক্রিয়েট করতে হয় তাহলে সবাইকে একত্র করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে করতে না পারি তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমইউএম/এসআইএস