ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধ ‘ভোতা অস্ত্র’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
অবরোধ ‘ভোতা অস্ত্র’ সুরঞ্জিত সেনগুপ্ত

নারায়ণগঞ্জ: অবরোধ কর্মসূচিকে ‘ভোতা’ অস্ত্র বলে মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘এটা অবিলম্বে বন্ধ করা উচিত। অবরোধ কোনো গণতান্ত্রিক আন্দোলন না।

এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। এটাকে বৈআইনি ঘোষণা করতে হবে। ’

শুক্রবার (৯ জানুয়ারি) শহরের দেওভোগে রামসীতা আখড়ায় প্রাণ কিশোর সেবা সংঘ আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

গুরুরাজ কিশোর গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, কাউন্সিলর মনির হোসেন, রামসীতা আখড়ার পুরোহিত শ্যামল মহারাজ, সৎসংঘের সভাপতি সমীর কর, চন্দন পাল, বাদল রায়, সুশীল দাস প্রমুখ।

দেশের মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচন কখন করতে হবে ? কীভাবে করতে হবে এটা তো সংবিধানে লেখা আছে। সে অনুযায়ী হবে। তারপরও যদি নির্বাচনকে ওই সময়ের আগে নিয়ে আসতে হয় তাহলে এটা বিরোধী দল নয়, সরকারকেই বিবেচনা করতে হবে। সুতরাং এখনতো দেশে কোনো সংকট নেই। দেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছে। সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হচ্ছে। সংকট হচ্ছে খালেদা জিয়া। উনি ভুল রাজনীতি করছেন। উনি নির্বাচনে যাননি।

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, সরকার তার ধৈর্য্যরে পরীক্ষা দিচ্ছে। কারণ দেশের সম্পদ ও অর্থনীতির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে সরকারকে। যেমন আজকে হরতাল ভোতা হয়ে গেছে। এখন আর হরতাল মানে না জনগণ। অপেক্ষা করেন এ জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সামনেই, যেমন হরতাল এখন অচল হয়ে গেছে। ঠিক তেমনিভাবে অবরোধও ভোতা অস্ত্র হবে। গণতন্ত্রের পথে এগুতে হলে একটা জাতিকে অনেক আকাবাঁকা পথে এগুতে হয়। অনেক মূল্য দিতে হয়। আমার এগুচ্ছি। আমি আশা করি এটা সাময়িক অবস্থান এটা কেটে যাবে।

বাংলাদেশ সময় : ০৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।