ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

তালতলীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
তালতলীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার চরপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত রাজিব (০৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে তালতলী-বগী সড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় রাজিব।

শনিবার ভোর ৪টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।   

নিহত রাজিব ওই এলাকার কালাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে চরপাড়ায় রাস্তা পার হচ্ছিল রাজিব। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় শিশুটিকে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।   সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়।   

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।