ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি সুজন’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি সুজন’র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র নির্বাহী সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। তা না হলে আমরা চরম সংঘাতময় অনাকাঙ্ক্ষিত এক ভবিষ্যতের দিকে ধাবিত হতে পারি।

কিন্তু এই মুহূর্তে একটি নির্বাচন এমনকি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের জন্য যথেষ্ট নয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সুজন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতের অনিশ্চয়তা এড়াতে হলে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্টদের সংলাপে বসা ও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় আসা জরুরি।

বদিউল আলম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপে বসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। প্রাথমিক পদক্ষেপ প্রধানমন্ত্রীকেই নিতে হবে। তবে আমরা পূর্বের ন্যায় ‘সংলাপ সংলাপ খেলা’ দেখতে চাই না।

এ ক্ষেত্রে রাষ্ট্রপতি বিশেষ দায়িত্ব পালন করবেন বলেও প্রত্যাশা করেন সুজন’র নির্বাহী সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।