ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট নগরভবনে নাটকীয়তা

দায়িত্ব পেলেন না লোদী, ভারপ্রাপ্ত মেয়র সালেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
দায়িত্ব পেলেন না লোদী, ভারপ্রাপ্ত মেয়র সালেহ

সিলেট: সিলেট সিটি কপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সালেহ আহমেদ।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কাউন্সিলদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর কাছ থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেবেন দ্বিতীয় প্যানেল মেয়র অ্যাডভোকেট সালেহ আহমেদ।

অপরদিকে মন্ত্রণালয়ের নির্দেশে প্রথম প্যানেল মেয়র হিসেবে কয়েস লোদীর দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তা তিনি পাননি।

বৈঠক শেষে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বাংলানিউজকে বলেন, বিধি অনুযায়ী নির্বাচিত মেয়র যাকে দায়িত্ব দেবেন, তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। তিন কার্যদিবসের মধ্যে আরিফুল হক চৌধুরী দায়িত্ব হস্তান্তরের কথা। তিন কার্যদিবসের পর আইন অনুযায়ী যে সিদ্ধান্ত হবে তা মেনে নেব।

কয়েস লোদী বলেন, বিধি অনুযায়ী যে সিদ্ধান্ত হবে, আমরা সেটা মেনে নেব। এছাড়া কাউন্সিলর মধ্যে যে ভুল বুঝামুঝি হয়েছিল, তা সমাধান হয়েছে। আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করবো।

ভারপ্রাপ্ত মেয়র সালেহ আহমেদ বাংলানিউজকে বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী আমাকে দায়িত্ব দিয়ে গেছেন। তিনি অন্য কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমিই ভারপ্রাপ্ত মেয়র।

এরআগে সকালে দুই ভারপ্রাপ্ত মেয়রের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল। কয়েস লোদী নগরভবনে পৌঁছার আগেই মেয়রের চেয়ার জুড়ে বসেছিলেন অ্যাডভোকেট  সালেহ আহমেদ। এ নিয়ে কাউন্সিলরদের মধ্যে বাকবিতণ্ডায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে সবার দৃষ্টি চলে যায় নগর ভবনে। অবশেষে নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়ে সৃষ্ট গুঞ্জন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।