ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় কিশোরীকে ফেরত দিলো বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
ভারতীয় কিশোরীকে ফেরত দিলো বিজিবি

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্তে ভারতীয় এক কিশোরীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ভবেরপাড়ায় আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১০৫ এর কাছে উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।



পতাকা বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির মুজিবনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার নাজমুল হক ও ভারতের পক্ষে ৬ সদস্যের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ হৃদয়পুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রাম আবদার।

এসময় মজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মফিদুল ইসলাম, কামাল হোসেন, সুলতান মাহমুদ, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিনাল কান্তি মণ্ডল উপস্থিত ছিলেন।

ওসি রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, ভারতের তেহট্ট থানার নজরুল ইসলামের মেয়ে পারুলা খাতুন মঙ্গলবার রাতে অবৈধভাবে সীমান্ত পথ পাড়ি দিয়ে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা পারুল খাতুনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করে।

পরে বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের হৃদয়পুর ক্যাম্পে চিঠি পাঠায়।

এদিকে, বিজিবির মুজিবনগর ক্যাম্পের নায়েক সুবেদার নাজমুল জানান, পারুলের সঙ্গে তার মামাতো ভাইয়ের প্রেমের সম্পর্ক রয়েছে, এ কারণে সে বাংলাদেশে এসেছিল।

অপরদিকে, মুজিবনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, পারুল তার নানীর বাড়ি বেড়াতে এসেছিল।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫/আপডেট: ১৬৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।