ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজৈর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
রাজৈর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: মাদারীপুরের নবগঠিত রাজৈর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রথমবারের মতো অনুষ্ঠিত এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১০ জন ও কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে বিএনপি সমর্থিক জাহিদুর রহমান লেবু থাকলেও আওয়ামী লীগ সরাসরি কোনো প্রার্থীকে সমর্থন না দিলেও দলটির বিভিন্ন পর্যায়ের ৫ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা জালালউদ্দিন সাংবাদিকদের জান‍ান, পৌরসভার মোট ভোটার ২৬ হাজার ৬৪১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫৬১ জন এবং নারী ভোটার সংখ্যা ১৩ হাজার ৮০ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২ এবং বুথ সংখ্যা ৭২।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।