ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের শিডিউল বিপর্যয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ট্রেনের শিডিউল বিপর্যয় ছবি: ফাইল ফটো

ঢাকা: টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দেশব্যাপী ছয় দিন ধরে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকায় এই বিপর্যয় হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে প্রতিটি ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

রাজশাহীগামী ‘ধূমকেতু’ ট্রেনটি সকাল ৬টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল সোয়া ৯টা পর্যন্ত ট্রেনটি স্টেশনে পৌঁছায়নি।

শনিবার (১০ জানুয়ারি) রাত ১১টায় ‘তূরণা নিশিতা’ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি নির্দিষ্ট সময়ে স্টেশনে আসেনি।

কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. খায়রুল বশির বাংলানিউজকে জানান, রাস্তায় মানুষের প্রচণ্ড ভিড় এবং অবরোধের কারণে ট্রেনের এই শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।