ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পুলপাড় বস্তির আগুন নেভানোর কাজে পানির অভাব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
পুলপাড় বস্তির আগুন নেভানোর কাজে পানির অভাব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকার পুলপাড় বস্তিতে লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও এখনও কিছু স্থান থেকে ধোঁয়া উড়ছে। আর পানির অভাবে এই ধোঁয়া এখনও পুরোপুরি নেভানো যায়নি।



ঘটনাস্থলে কর্তব্যরত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্ডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ বাংলানিউজকে বলেন, এখানে পানির বড় সমস্যা রয়েছে। আশপাশের কোথাও পানি নেই। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও অনেক পানি দরকার।

তিনি বলেন, এলাকার বাসাবাড়ি থেকে পানি কিনে নেওয়া হচ্ছে। বস্তি এলাকায় প্রবেশের রাস্তা সরু। এ কারণে আমাদের ১১টি ইউনিট থাকলেও সবগুলো দিয়ে কাজ করতে পারছি না।

অগ্নিকাণ্ডে দু’জন নিখোঁজের দাবির বিষয়ে মেজর শাকিল নেওয়াজ বলেন, আগুন পুরো নিয়ন্ত্রণে আসার পর কেউ নিখোঁজ আছে কিনা তা বলা যাবে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৮টা ২৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। পুড়ে যায় অন্তত ৪০টি দোকান ও ৫০টি বাড়ির প্রায় ৫০০ ঘর।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।