ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে সীমান্ত সম্মেলনে যোগ দিচ্ছেন সুনামগঞ্জের ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ভারতে সীমান্ত সম্মেলনে যোগ দিচ্ছেন সুনামগঞ্জের ডিসি

সুনামগঞ্জ: সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে গেছে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামসহ চার সদস্যের প্রতিনিধি দল।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ থেকে প্রতিনিধি দলটি ভারতের উদ্দেশে রওনা হয়েছে।



জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ, সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার ও আল মাহমুদ।

সুনামগঞ্জ ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিশ্বজিৎ কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সিলেটের তামাবিল সীমান্ত হয়ে ভারত গেছেন তারা।

তিনি আরো জানান, বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে সাতটি জেলার প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির স্থানীয় ব্যাটালিয়নের অধিনায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা এ সম্মেলনে যোগ দিচ্ছেন।
 
জেলাগুলো হলো-সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম ও ময়মনসিংহ।

অপরদিকে, এ সম্মেলনে ভারতের পক্ষে সেদেশের ডেপুটি কমিশনার, জেলা পুলিশ প্রধান, এডিএম ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অঞ্চল প্রধানরা উপস্থিত থাকছেন।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভারতের শিলং শহরের পাইনউড হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১১ জানুয়ারি (রোববার) বিকেল থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পর্যন্ত এ সম্মেলন চলবে।

তিনি আরো জানান, দু’দেশের সরকারি উচ্চ পর্যয়ের সিদ্ধান্তে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সীমান্তে চোরাচালান বন্ধসহ পারস্পারিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ‌১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।